২ মে ২০২৫ - ০০:২৭
Source: Parstoday
গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধানের প্রতিক্রিয়া; ইরানের শক্তি কোথা থেকে আসে?

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান সাইয়্যেদ কামাল খাররাজি বলেছেন, "বর্তমানে ইরান একটি শক্তিশালী দেশ এবং কেউ এই দেশে আক্রমণ করতে পারবে না। কারণ আমরা আমাদের জনগণের মাধ্যমে এই স্বনির্ভরতা এবং শক্তি অর্জন করেছি।"

বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কামাল খাররাজি তেহরানে পারস্য উপসাগর বিষয়ক এক সম্মেলনে আরও বলেছেন, ইরান যদি বিদেশীদের উপর নির্ভরশীল হতো, তাহলে স্বাভাবিকভাবেই  স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হতো না। বর্তমানে শক্তি ও সামর্থ্য অর্জিত হয়েছে। অন্যরাও স্বীকার করছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি শক্তিশালী দেশ এবং সামরিক দিক থেকে নিজেকে রক্ষা করতে ও বিদেশীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান আরও বলেন, "বিজ্ঞানী ও সশস্ত্র বাহিনীর প্রচেষ্টা এবং সর্বোচ্চ নেতার প্রজ্ঞার কারণে আমরা শক্তি ও দৃঢ়তা অর্জনে সফল হয়েছি, এই অবস্থা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং যেকোনো আগ্রাসন মোকাবেলাকে নিশ্চিত করে।

হার্ড পাওয়ারের পাশাপাশি সক্রিয় কূটনীতি ও সফ্ট পাওয়ার ব্যবহারের প্রয়োজনীয়তা

ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান কামাল খাররাজি হার্ড পাওয়ারের পাশাপাশি সক্রিয় কূটনীতি ও সফ্ট পাওয়ার ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, "অর্জিত শক্তি ও দৃঢ়তার ছায়াতলে হার্ড পাওয়ারের পাশাপাশি সফ্ট পাওয়ার ব্যবহার করতে হবে এবং সক্রিয় কূটনীতি অনুসরণ করতে হবে।"

ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতাকে অর্থনৈতিক বিষয়েরও ঊর্ধ্বে বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি।#

342/

Your Comment

You are replying to: .
captcha